পেঁয়াজের রসে রয়েছে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রদাহ বিরোধী উপাদান, যা চুল গজাতে সাহায্য করে

Published by: ABP Ananda

পেঁয়াজে থাকা সালফার কোলাজেনের তৈরি হতে সাহায্য করে, তাতে চুলও বাড়ে

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, ভিটামিন C চুলের ফলিকলকে রক্ষা করে, কমাতে পারে অক্সিডেটিভ স্ট্রেস

Published by: ABP Ananda

চুলে ব্যবহারের জন্য মাঝারি সাইজের পেঁয়াজ বেছে নিতে হবে, এই ধরনের পেঁয়াজ চুলের বৃদ্ধিতে কার্যকারী

Published by: ABP Ananda

পেঁয়াজ কেটে তা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে, এরপর ওই রস সরাসরি স্ক্যাল্পে দিতে হবে

Published by: ABP Ananda

পেঁয়াজের নির্যাস ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে, স্ক্যাল্প যেন শুকনো এবং পরিষ্কার থাকে

Published by: ABP Ananda

ব্যবহারের জন্য তুলো বা আঙুলের মাধ্যমে হালকা হাতে স্ক্যাল্পে দিতে হবে

Published by: ABP Ananda

খেয়াল রাখতে হবে, স্ক্যাল্প যেন লাল না হয়ে যায় বা অ্যালার্জি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে

Published by: ABP Ananda

ব্যবহারের পর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে, সপ্তাহে দুদিন এই রস ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda