রান্নাঘরে আলু থাকলে, দু বেলার খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না।



কিন্তু জানেন কী, রান্নাঘরের এই সবজিটি আপনার অনের রূপচর্চার প্রধান উপকরণ হয়ে উঠতে পারে ?



কপালের ভাঁজ নিয়ে চিন্তায় আরও কপালে ভাঁজ? মুশকিল আসান করবে আলুর রস।



একটি পাত্রে একটি আলু খোসা ছাড়িয়ে নিন। এর মধ্যে এক চা চামচ গোলাপ জল এবং লেবুর রস মেশান।
১৫ মিনিটেই ট্যানকে করুন টাটা


একটি পাত্রে ৩ টেবিল চামচ আলুর রস নিন। ১ টেবিল চামচ মধু নিন



এবার ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন এবং ভালভাবে মেশান



মিশ্রণটি দিয়ে আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন



চুল হবে চকচকে। মনও হবে ফুরফুরে।



আলু থেকে পর্যাপ্ত রস ছেঁকে নিন। ব্রনর দাগের ওপর ২০ লাগিয়ে রাখুন। ম্যাজিক দেখুন।



একটি আলু এবং একটি শসার রস তৈরি করে ফ্রিজে বোতলবন্দি করে রাখুন। টোনার হিসেবে ব্যবহার করুন।



ডিমের সাদা আর আলুর রসের মাস্ক ব্যবহার করা যেতে পারে।