জিমে যাওয়ার আগে কী খাবেন, কী খাবেন না ?



এই প্রশ্ন অনেকের মাথাতেই ঘোরে।



শরীরচর্চার সময় শক্তি পেতে অনেকে অনেক রকম খাবার খান।



আর চা খেতে ভালবাসে না এমন লোক বড়ই কম।



কিন্তু জিমে যাওয়ার আগে কি চা খাওয়া যায় ?



অনেকে বলেন, চা খাওয়ার ১ ঘণ্টা পর জিমে যাওয়া উচিত।



তবে চায়ের বদলে আপেল, কলা জাতীয় ফল খেলে শক্তি মেলে।



চা খেতে হলে গ্রিন টি, লাল চা খেলে কোনও সমস্যা হয় না।



গ্রিন টি-তে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, ওজন কমাতে সাহায্য করে।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।