হেয়ার কালার করান কেউ শখে , কেউ আবার পাকা চুল ঢাকতে।



কিন্তু মোটা টাকা দিয়ে হেয়ার কালার করানোর পরই টেনশন, কদ্দিন টিকবে রং?



হেয়ার কালার বেশিদিন টিকিয়ে রাখতে বহু বিউটিশিয়ান কিছু সহজ টিপস দেন।



যাঁরা বাড়িতে চুলে রং করেন, তাঁরা কালার করার দিনই শ্যাম্পু না করে পরদিন করুন। সেদিন জলে ধুয়ে নিন।



কালার ধরে রাখতে চুলে বারবার হিট ব্যবহার করা কমানো দরকার।



সালফেট- এবং অ্যালকোহল ছাড়া শ্যাম্পু বেছে নিন।



অতিরিক্ত গরম জলে শ্যাম্পু করা এড়িয়ে চলুন।



শুধুমাত্র কালার প্রোটেকশন শ্যাম্পু ব্যবহার করুন। খুশকিনাশক শ্যাম্পু এড়িয়ে যান।



কালার প্রোটেকশন কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।



পুলের জলে স্নান করার আগে দেখে নিন জলে ক্লোরিন নেই তো ! ক্লোরিন চুলের ক্ষতি করে।