লিভারের রোগে আজকাল অনেকেই ভোগেন

লিভারের রোগের দাওয়াই হতে পারে আপেলের স্মুদি, রোজ সকালে খালি পেটে খান

আরও কয়েকটি পানীয় আছে, যা লিভারের জন্য উপকারী

কাঁচা হলুদ অল্প লবনের সঙ্গে মিশিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন

আদাজলও খেতে পারেন, আধ কাপ জলে একটি লেবুও চিপে দিতে পারেন

পুদিনা জল খেতে পারেন, কালো আঙুর বা বেদানার রসও উপকারী

আনারসের রসও খুব উপকারী ফ্যাটি লিভারের জন্য

লিভারের জন্য সবচেয়ে উপকারী বিটের রস, একটু লবন ও লেবু মিশিয়ে নিতে পারেন