চোখে যখন তখন হাত নয়, হাত দিলে ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে
Published by: ABP Ananda
August 6, 2025
বৃষ্টির জল থেকে সংক্রমণ হতে পারে, তাই ওই জল যেন চোখে না লাগে
Published by: ABP Ananda
August 6, 2025
চোখ-মুখ মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে
Published by: ABP Ananda
August 6, 2025
চোখ বাঁচাতে সানগ্লাস বা চশমা পরতে হবে
Published by: ABP Ananda
August 6, 2025
এই সময়ে কনট্যাক্ট লেন্স না পরাই ভাল, তবে খুব প্রয়োজন হলে দেখতে হবে তা যেন পরিচ্ছন্ন থাকে
Published by: ABP Ananda
August 6, 2025
শুধু নিজে পরিষ্কার থাকলে হবে না, পরিষ্কার রাখতে হবে ঘর বাড়ি, আশেপাশের পরিবেশও
Published by: ABP Ananda
August 6, 2025
জল পান করতে হবে দিনভর, তাতে চোখও যেমন সুরক্ষিত থাকবে তেমনই শরীরও হাইড্রেট হবে
Published by: ABP Ananda
August 6, 2025
ব্যক্তিগত জিনিস গামছা, রুমাল, চশমার মতো জিনিস অন্যের সঙ্গে শেয়ার করবেন না
Published by: ABP Ananda
August 6, 2025
এই সময় সাঁতার কাটা বা জমা জল দিয়ে চোখ না ধোওয়াই ভাল
Published by: ABP Ananda
August 6, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।