ত্বকের এই ৪ সমস্যা দেখলেই বুঝবেন লিভারের বারোটা বেজে গিয়েছে

Published by: ABP Ananda
Image Source: Freepik

ফ্যাটি লিভারে আক্রান্ত হলে ক্লান্তি, পেট ফুলে থাকা, প্রস্রাবে সমস্যার মত লক্ষণ দেখাই যায়।

Image Source: Freepik

ত্বকের মধ্যেও দেখা যায় লিভার খারাপের ইঙ্গিত। এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না।

Image Source: Freepik

লিভারের সমস্যার কারণে রক্তে বিলিরুবিন বেড়ে গেলে ত্বক হলুদ হতে শুরু করে।

Image Source: Freepik

মুখে, ঘাড়ে এবং বুকের কাছে মাকড়সার জালের মত সরু সরু শিরা-উপশিরা ত্বকের উপরে উঠে আসে।

Image Source: Freepik

আর সর্বোপরি রাতের দিকে ত্বকে চুলকানি হতে থাকলে সাবধান হওয়া দরকার।

Image Source: Freepik

এর কারণ ত্বকে পিত্ত লবণ সঞ্চিত হয়ে যাচ্ছে, লিভার খারাপের যা গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

Image Source: Freepik

হাতের তালু লাল হয়ে থাকা, প্রদাহও লিভার সমস্যার অন্যতম ইঙ্গিত।

Image Source: Freepik