গরম প্রধান দেশে সারাবছরই ভাবায় বিদ্যুতের বিল

Published by: ABP Ananda

এক্ষেত্রে পকেটে কিছুটা সুরাহা দিতে পারে শীতকাল

Published by: ABP Ananda

তবে শীতে ফ্যান বা এসি বন্ধ থাকলেও, চালিয়ে রাখতেই হয় ফ্রিজ, তাহলে কীভাবে কমাবেন বিলের বোঝা?

Published by: ABP Ananda

ফ্রিজ কেনার সময় এনার্জি সাশ্রয় করতে পারে এমন ফ্রিজ বাছতে হবে, তাতে অর্থ সাশ্রয়ও হবে

Published by: ABP Ananda

প্রয়োজনের তুলনায় ফ্রিজের তাপমাত্রা বেশি ঠান্ডা হলে কম্প্রেসারের উপর চাপ পড়ে

Published by: ABP Ananda

ফ্রিজের যত্ন নিতে হবে, নির্ধারিত জায়গায় পরিষ্কারভাবে গুছিয়ে রাখতে হবে সব জিনিস

Published by: ABP Ananda

অকারণে ফ্রিজের দরজা খোলা রাখার ফলে বাড়তে পারে ইলেক্ট্রিক বিল

Published by: ABP Ananda

সরাসরি সূর্যের আলো, ওভেন, স্টোভ থেকে দূরে রাখতে হবে

Published by: ABP Ananda

ফ্রিজের সিল ভেঙে গেলে, ফাটল হলে, ফ্রিজ ঠান্ডা রাখার জন্য কম্প্রেসারের উপর চাপ পড়ে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda