এভাবে কান পরিষ্কার করলে ক্ষতির ভয় নেই

Published by: ABP Ananda
Image Source: Freepik

কানের ময়লা পরিস্কার করার জন্য অনেকেই আমরা ইয়ার পিক ব্যবহার করি।

Image Source: Freepik

কিন্তু এই ইয়ার পিকের তুলোর চাপে ক্ষতির সম্ভাবনা রয়েছে কানের পর্দার।

Image Source: Freepik

কানে ব্যথা আজকাল অনেকেরই মধ্যে দেখা যাচ্ছে।

Image Source: Freepik

কানে প্রচুর ময়লা জমে গেলেও অনেক সময় ব্যথা হতে পারে।

Image Source: Freepik

কিন্তু কীভাবে নিরাপদে কানের ময়লা পরিস্কার করা যায় ?

Image Source: Freepik

এর জন্য ভাল উপায় হল ইয়ারওয়াক্স ড্রপ ব্যবহার করা।

Image Source: Freepik

তাছাড়া কিছু ঘরোয়া উপায়ও আছে।

Image Source: Freepik

উষ্ণ তেলের মাধ্যমে কানের ময়লা সহজে পরিস্কার হয়।

Image Source: Freepik

তবে খুব বেশি ময়লা জমে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Image Source: Freepik