শাড়ি পরলে কি ক্যানসার হয় ?

ভারত-সহ বিভিন্ন দেশের মহিলারা বেশি শাড়ি পরেন

কিন্তু, জানেন কি শাড়ি পরলে ক্যানসার হতে পারে ?

চলুন জেনে নেওয়া যাক, শাড়ির সঙ্গে ক্যানসার কীভাবে সম্পর্কিত ?

শাড়ি...ক্যানসার...এইসব শব্দের ব্যবহার প্রথমবার ১৯৪৫ সালে ধুতি ক্যানসারের আকারে শোনা যায়

তাতে বলা হয়, যদি কেউ টাইট শাড়ি বা ধুতি পরে, তাহলে ক্যানসার হতে পারে

কিন্তু, তার অর্থ এটা নয় যে, আপনি শাড়ি পরলেই ক্য়ানসার হবে

ভারতীয় উপমহাদেশে এটি খুবই বিখ্যাত। কিন্তু, এরকম কেস বেশি নেই

দ্য জার্নাল অফ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অনুসারে, ২০১১ সালে এরকম ২টি কেস সামনে আসে

টাইট শাড়ি পরায় ত্বকে ঘা হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি কোমরে ক্যানসারের কারণও হতে পারে