অনেকেই ভারী খাবার খাওয়ার পর স্নান করেন। এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকের অভ্যাস থাকে দুপুরের খাবার খাওয়ার পর স্নান করার। দিনের পর দিন এই অভ্যাস বজায় রাখলে শরীরে দেখা দেবে অনেক সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাবার খাওয়ার পর স্নান করলে, বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর স্নান করলে সবার আগে দেখা দেবে বদহজমের সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্নান করলে এমনিতেই শরীরে তাপমাত্রার কিছুটা তারতম্য হয়। তার জেরে হজমশক্তির উপর প্রভাব পড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাবার খাওয়ার পর শরীর কিছুটা ভারী হয়ে যায়। এই অবস্থায় স্নান করলে শরীরে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর তার জেরে ক্র্যাম্প হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আচমকাই হাতে-পায়ে টান ধরতে পারে। পেশীতে টান ধরতে পারে। তীক্ষ্ণ ব্যথা অনুভব করতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভারী খাবার খাওয়ার পর স্নান করলে, দিনের পর দিন এই অভ্যাস থাকলে, বদহজমের পাশাপাশি গ্যাসের সমস্যাও বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাওয়ার পর সঙ্গে সঙ্গেই স্নান করলে, মনে হতে পারে পেট আইঢাই করছে, ফুলে গিয়েছে। এগুলি বদহজমেরই লক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি খাবার খাওয়ার পর একান্তই স্নান করতে হয় তাহলে খাবার খাওয়ার পর অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট সময় নিন। তারপর স্নান করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাবার খাওয়ার পর স্নান করলে শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels