লেবু জলের গুণ অনেক, শরীরের একাধিক সমস্যা মিটতে পারে

Published by: ABP Ananda

কিন্তু প্রতিদিন লেবুজল খেলে আবার একাধিক সমস্যাও হতে পারে

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে অ্যাসিডিক হওয়াও লেবুজল খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

বদহজম এবং পেটব্যথার কারণ হতে পারে নিয়মিত লেবুজল খাওয়া

Published by: ABP Ananda

সাইট্রিক অ্যাসিড যুক্ত লেবুজল দাঁতের এনামেল নষ্ট করে, দাঁতের রঙ হলুদ হতে পারে

Published by: ABP Ananda

লেবুজলের কারণে প্রস্রাব বাড়তে পারে, তা থেকে ডিহাইড্রেশনও হতে পারে

Published by: ABP Ananda

বেশ কিছু রোগের ওষুধের ক্ষেত্রে লেবুজল খাওয়ার খেলে ক্ষতি হতে পারে

Published by: ABP Ananda

গলা জ্বালা এবং হার্ট বার্নের সমস্যা হতে পারে প্রতিদিন লেবুজল খেলে

Published by: ABP Ananda

অ্যালার্জির সমস্যা থাকলে তাঁদের ক্ষেত্রেও ভয়ঙ্কর হতে পারে নিয়মিত লেবুজল খাওয়া

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda