যাঁরা রোজ জিমে গিয়ে শরীরচর্চা করেন, হঠাৎ জিম ছেড়ে দিলে শরীরে একাধিক পরিবর্তন হতে পারে তাঁদের।

Published by: ABP Ananda
Image Source: pixabay

জিম ছাড়লেই প্রথম যে পরিবর্তনটা আসে শরীরে, সেটা হল ওজন বেড়ে যাওয়া।

Image Source: pixabay

যাঁরা দৈনন্দিন জিম করেন, হঠাৎ জিম ছেড়ে দিলে তাঁদের পেশি শিথিল হয়ে পড়ে, শরীরে মেদ জমে।

Image Source: pixabay

জিম আসলে শরীরে প্রতিদিনের জমা মেদ গলিয়ে দেয়। এর ফলে শরীরে মেদ জমতে পারে না, শরীর নির্মেদ থাকে।

Image Source: pixabay

জিম ছাড়ার পরে, অনেকের মধ্যেই বেশি খেয়ে ফেলার প্রবণতা দেখা যায়। এটি ওজন বাড়ার অন্যতম কারণ।

Image Source: pixabay

অপরিমিত খাওয়া আর শরীরচর্চা না করা.. এর ফলে দ্বিগুণ গতিতে মেদ জমতে পারে শরীরে।

Image Source: pixabay

জিম ছেড়ে দিলে শরীরের মাসল টিস্যু আলগা হয়ে যায়। ফলে মেটাবলিজম বাড়ে, এতে ওজন বেড়ে যায়

Image Source: pixabay

জিম ছাড়ার পরে, অনেক সময় হজম জনিত সমস্যা হয়, এর ফলে ইনফ্লামেশন হয়। এতে ওজন বাড়ে

Image Source: pixabay

জিম ছেড়ে দিলে জীবনযাত্রা বদলে যায়, এর ফলে অনায়াসেই মেদ জমে যায় শরীরে। পরিমিত খাবার খাওয়ার অভ্যাস চলে যায়

Image Source: pixabay

যদি কখনও জিম ছাড়ার প্রয়োজন হয়, তাহলে কড়া ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করুন।

Image Source: pixabay