বাড়ছে পাকস্থলীর ক্যানসারের প্রবণতা



বেশিরভাগ মানুষ কয়কটি লক্ষণকে অ্যাসিডিটি ভেবে উপেক্ষা করে, যা পরে বিপজ্জনক হতে পারে।



যদি আপনার ঘন ঘন অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে অবহেলা করবেন না।



পেটের উপরের দিকে বা তলপেটে রোজই ব্যথা হলে সতর্ক থাকুন



বুক জ্বালা অম্বলের লক্ষণ। তবে কোনও কোনও ক্ষেত্রে তা নিয়মিত হয়। সেটা বিপজ্জনক।



অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ টক জল মুখে উঠে আসলে সতর্ক হোন।



খিদে চলে যাওয়া, কোনও কারণ ছাড়াই ওজন হ্রাস সমস্যার ইঙ্গিত



খাবার খাওয়ার পর বমি হওয়া বা বমি পাওয়ার সমস্যা নিয়মিত হলে , সতর্ক থাকুন



খেলেই পেট টাইট লাগলে সতর্ক থাকতে হবে।