নখ ধবধবে সাদা হয়ে যাচ্ছে দিন দিন ? ভুলেও অবহেলা নয়

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

অনেক সময় দেখা যায় নখ ধবধবে সাদা হয়ে যাচ্ছে।

Image Source: FREEPIK

এই সাদাভাবকে অনেকেই ক্যালশিয়ামের ঘাটতি ভেবে ভুল করেন।

Image Source: FREEPIK

কিন্তু নখ সাদা হয়ে যাওয়ার পিছনে অনেক গুরুতর রোগের ইঙ্গিত থাকতে পারে।

Image Source: FREEPIK

নখের ডগায় হালকা গোলাপি রং এবং বাকি নখ সাদা হয়ে গেলে তা লিভার সিরোসিস বা হেপাটাইটিসের লক্ষণ।

Image Source: FREEPIK

নখে অক্সিজেনের অভাব দেখা দিলে নখ সাদা হয়ে যায়।

Image Source: FREEPIK

রক্তাল্পতা বা শ্বাসকষ্টের মত সমস্যাও নখ সাদা করে দেয়।

Image Source: FREEPIK

কিডনি ঠিকমত কাজ না করলেও নখ সাদা হয়ে যেতে পারে।

Image Source: FREEPIK

শরীরে পুষ্টির অভাবের ইঙ্গিত পাওয়া যায় নখে।

Image Source: FREEPIK

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: FREEPIK