হার্ট অ্যাটাকের আগে জানান দেয় শরীর! কী দেখলেই সতর্ক হবেন?
Published by: ABP Ananda
সাম্প্রতিক কালে হার্ট অ্যাটাকের বহু ঘটনা দেখা যাচ্ছে। বহু কমবয়সীদের মধ্যেই এই প্রবণতা বাড়ছে।
অনিয়মিত খাওয়া, কম ঘুম, অতিরিক্ত স্ট্রেস- এমন নানা কারণে বেড়ে চলেছে হৃদরোগের সমস্যা
হার্ট অ্যাটাকের আগে শরীরে কী লক্ষ্ণণ দেখা যায়? কী অনুভব করলেই সতর্ক হবেন?
বুকে হঠাৎ চাপ অনুভূতি, ভারী ভাব, প্রবল অস্বস্তি অনুভব করলে দ্রুত সতর্ক হতে হবে
কাঁধ, হাতের উপরের দিকে, ঘাড় ও চোয়ালে ব্যথা হতে পারে। বেশ কিছু দিন বা বেশ কয়েক ঘণ্টা ধরে এমন জায়গায় ব্য়থা থাকতে পারে।
অনেকসময় কাঁধ থেকে ব্য়থা ধীরে ধীরে গোটা বাঁ-হাতে ছড়িয়ে পড়ে। এই ব্য়থা চোট লাগা ব্যথা থেকে আলাদা হয়
সামান্য পরিশ্রমে বা উত্তেজনায় শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে। শ্বাস নিতে কষ্ট হতে পারে। বুকে ধড়ফড় অনুভূতি হলে সতর্ক হোন
Cold Sweat- অর্থাৎ কোনওরকম পরিশ্রম না করলেও কিংবা এসি ঘর বা ফ্য়ানের তলায় বসেও ঘাম হওয়া।
হঠাৎ করে বুকের ঠিক পিছনে পিঠের অংশ জুড়ে ব্য়থা হলে সতর্ক হোন। এমন উপসর্গগুলি মানেই হৃদরোগ নয়, কিন্তু দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি এবং উপসর্গ পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।