হঠাৎ করে হার্ট অ্যাটাক । হয়ত যাঁর অ্যাটাক হল, তিনি বুঝতেও পারলেন না।



উপসর্গ হল, বুকে যন্ত্রণা হল। চলেও গেল। রোগী বুঝলেনও না তাঁর হৃদযন্ত্রে বড় সমস্যা !



অনেক সময় দেখা যায়, কোনও রোগী ডাক্তারকে বলেন তাঁর হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে অথচ তিনি বুঝতেই পারেননি।



অথবা হার্টের অন্য কোনও পরীক্ষা করতে গিয়ে দেখা গেল তাঁর শরীরে অতীতে হার্ট অ্যটাকের লক্ষণ আছে।
একেই বলে সায়লেন্ট হার্ট অ্যাটাক।


সায়লেন্ট অ্যাটাক হল যখন রোগীরউপসর্গ গুলি হয়েছে, কিন্তু বড় ধাক্কা না হওয়ায় তিনি প্রথমে বুঝতেই পারেননি।



বুকে ব্যথা ছাড়াও, আরও লক্ষণ আছে, যেগুলি দেখলে হার্ট অ্যাটাক নিয়ে সাবধান হওয়া যায়।



বুকে ব্যথা না হয়ে শরীরের অন্য কোনও অঙ্গে ব্যথা হতে পারে।



হাতে ব্য়থা হতে পারে।
চোয়ালে চিনচিন ব্যথা হতে পারে।



কোনও কোনও কাজ করতে গিয়ে এতটাই হাঁফ ধরে যাচ্ছে, যা আগে হত না।



সিঁড়ি চড়তে গিয়ে কষ্ট, রাস্তায় মাথা ঘুরে পড়ে যাওয়া।



কিছুই হচ্ছে না, অথচ কুলকুল করে ঘাম হচ্ছে।



হার্ট অ্যাটাকের পর ১ ঘণ্টা গোল্ডেন আওয়ার । এই সময় নিকটবর্তী হাসপাতালে যেতে হবে ।