চোখ, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এর যত্ন নেওয়া ভীষণ জরুরি।

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে আমরা আমাদের অজান্তেই অনেকক্ষণ স্ক্রিনটাইম কাটিয়ে ফেলি। আর অফিসে কাজ করলে তো কথাই নেই।

Image Source: pexels

গোটা অফিস শিফটের মধ্যে অধিকাংশ সময়টাই কাটে ল্যাপটপ বা ডেক্সটপে চোখ রেখে। বাড়িতেও মোবাইলে চোখ রাখা অভ্যাস সবারই।

Image Source: pexels

চোখ দুর্বল হচ্ছে, বুঝবেন এই কয়েকটা সহজ উপায়েই। নজর রাখুন এই অসুবিধাগুলি আপনার হচ্ছে কি না?

Image Source: pexels

কাছের অথবা দূরের জিনিস দেখতে যদি অসুবিধা হয়, তাহলে বুঝবেন আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসছে।

Image Source: pexels

এক টানা বই পড়লে বা মোবাইল দেখলে যদি মাথাব্যথার মতো সমস্যা হয়, তাহলে চোখ পরীক্ষা করান।

Image Source: pexels

যদি চোখ অল্পেতেই ক্লান্ত লাগে বা চোখে ব্যথা হয়, তাহলে চোখের সমস্যায় ভুগছেন আপনি।

Image Source: pexels

অল্প আলোয় যদি দেখতে অসুবিধা হয় বা চোখ জ্বালা করে, তাহলে চোখে সমস্যা হয়েছে আপনার।

Image Source: pexels

দীর্ঘক্ষণ স্ক্রিনটাইম কাটানোর ফলে ড্রাই আইয়ের মতো সমস্যা হয়। অর্থাৎ চোখ শুকনো হয়ে যায়। এতে চোখ চুলকায়।

Image Source: pexels

ডবল ভিশন অর্থাৎ ১ জিনিস ২টো করে দেখার মতো সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যান

Image Source: pexels