যদি অক্সিজেন কম পৌঁছায়, তাহলে কী ঘটতে পারে? ভয়ঙ্কর কিছু ?

Published by: ABP Ananda
Image Source: pexels

আমাদের মস্তিষ্কই আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে

Image Source: pexels

অক্সিজেনের অভাবে ব্রেন নিস্তেজ হয়ে পড়বে।

Image Source: pexels

ব্রেন কাজ করা বন্ধ করবে না ঠিকই , কিন্তু সহজেই ক্লান্ত হয়ে পড়বে।

Image Source: pexels

ঘাটতির পরিমাণ বেশি হলে, ছোট ছোট স্ট্রোক হয়ে যেতে পারে।

Image Source: pexels

কিন্তু কীভাবে বুঝবেন ব্রেনে অক্সিজেনের ঘাটতি হচ্ছে?

Image Source: pexels

দুর্বল লাগবে, অল্পেতেই ঘুম ঘুম পাবে।

Image Source: pexels

রাতে যথেষ্ট ঘুমের পরও দিনে খালি ঘুম পাবে।

Image Source: pexels

সামান্য কায়িক পরিশ্রমেই ক্লান্তি ঘিরে ধরবে ।

Image Source: pexels

ভুলে যাওয়া। ভুল বকার মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

অসংলগ্ন কথাবার্তার সমস্যা হতে পারে।



গাড়ি চালালে বড় বিপদ হতে পারে এই সমস্যা থাকলে।



এই ধরনের লক্ষণ দেখলেই সতর্ক থাকুন