চুলের কতটা ক্ষতি করে চা ?

ঘন, মোটা, চকচক করবে এবং কালো চুল কার না পছন্দ ?

চুল সুন্দর ও ভাল রাখার জন্য আমরা কত কিছু করি

কিন্তু, আপনি কি এটা জানেন যে চা আপনার চুলের কতটা ক্ষতি করে ?

চলুন জেনে নেওয়া যাক.চুলের কতটা ক্ষতি করে চা ?

চায়ে ক্যাফিন পাওয়া যায়, যা চুলকে দুর্বল করে দেয়

এতে দ্রুত চুল পড়ার সমস্যা হতে পারে

ব্ল্যাক টি ও কফিতে পাওয়া যায় ট্যানিন। এটি আয়রনের ওপর খারাপ প্রভাব ফেলে

যাতে আয়রনের অভাব হওয়ার আশঙ্কা বেড়ে যায়। চুল পড়া শুরু হয়ে যায়

বেশি চা পান করলে শরীরে নুনের অভাব হতে পারে। যাতে চুল শুকিয়ে যায়