মুগ, মসুর ছাড়াও অনেকে অড়হরের ডাল। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে অড়হরের ডাল খায় অনেকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
পুষ্টিকর হলেও যে কোনও ডাল সবার খাওয়া উচিত না। বিশেষ করে কিছুক্ষেত্রে এড়িয়ে চলা উচিত অড়হরের ডাল
Image Source: Pexels/Pixabay/Unsplash
কারা তাঁদের পাতে রাখবেন না অড়হরের ডাল?
Image Source: Pexels/Pixabay/Unsplash
যদি অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থাকে আপনার, তাহলে অড়হরের ডাল এড়িয়ে চলুন। গ্যাসের সমস্যা হলেও এড়িয়ে চলুন
Image Source: Pexels/Pixabay/Unsplash
অড়হর ডাল হজম হতে সমস্য়া হয়। অনেকসময় সকালে উঠে অম্বলভাব হতে পারে। ফলে এটি এড়িয়ে চলুন
Image Source: Pexels/Pixabay/Unsplash
কিডনি সংক্রান্ত সমস্যা থাকলে অত্যধিক প্রোটিন খাবার এড়িয়ে চলতে হয়। অড়হর ডালে অত্যাধিক পটাশিয়াম থাকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অড়হর ডালে কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা থাকে। যাঁরা অর্শের রোগী তাঁরা এই ডাল এড়িয়ে যান।
Image Source: Pexels/Pixabay/Unsplash
রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রোটিন এড়াতে বলা হয়। এমন সমস্যা হলে অড়হর ডাল এড়িয়ে চলা উচিত।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।