শরীরে রক্ত কমে গেলে নানারকম সমস্যা দেখা দেয়।

Image Source: Freepik

এই কারণে ক্লান্তি, অবসাদ এমনকী দৌর্বল্য দেখা যায় শরীরে।

Image Source: Freepik

কোন কোন জিনিস খেলে রক্ত বাড়বে শরীরে ?

Image Source: Freepik

রক্তাল্পতা দূর করে এই ৫ সুপারফুড।

Image Source: Freepik

এর মধ্যে প্রথমেই রয়েছে ডুমুর।

Image Source: Freepik

এতে ভিটামিন এ, ক্যালশিয়াম ও আয়রন রয়েছে।

Image Source: Freepik

তাছাড়া রক্ত বাড়াতে কাজে দেয় বিটও।

Image Source: Freepik

এতে রয়েছে ভরপুর আয়রন, ক্যালশিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান।

Image Source: Freepik

আবার কেউ যদি নিয়মিত পালং শাক খান তাহলেও উপকার পাবেন।

Image Source: Freepik

বেদানা সবরকমভাবে শরীরে রক্ত বাড়ায়।

Image Source: Freepik