ABP Ananda


কেবল ভাল পোশাক পরাই নয়, কোন পোশাকের সঙ্গে আপনি কেমন ব্যাগ নিচ্ছেন, তা আপনার সাজকে সম্পূর্ণ করে।


ABP Ananda


শুধু ব্য়াগের স্টাইল পছন্দ করলেই হবে না, পোশাকের সঙ্গে রং মিলিয়ে ব্যাগের রং-ও বেছে নিতে হবে।


ABP Ananda


জিন্স আর টি-শার্ট পরলে ছেলে মেয়ে নির্বিশেষে নিতে পারেন ক্লাসিক টোট ব্যাগ, পায়ে থাকুক স্নিকার্স।


ABP Ananda


ককটেল ড্রেস, জাম্পশ্যুট, সালোয়ার কামিজ বা শাড়ি যদি সন্ধের অনুষ্ঠানে পরতে হয়, বেছে নিতে পারেন এলিগ্যান্ট ক্লাচ ব্যাগ


ABP Ananda


ব্লেজার বা ফ্লোই ড্রেস, অথবা জিন্স, টি-শার্টের সঙ্গেও চলতে পারে ক্রসবডি ব্যাগ। এতে হাত খালি থাকবে।


ABP Ananda


রোজকার কাজে বেরতে, অফিস বা কলেজ যাওয়ার পথে সঙ্গী হোক মিনিমালিস্ট স্লিঙ ব্যাগ।


ABP Ananda


স্কার্ট, জ্যাকেট বা জিন্স টপের সঙ্গে দিব্যি নেওয়া যায় এই ধরণের স্লিঙ ব্যাগ।


ABP Ananda


অফিস বা কলেজে বেশি জিনিস বইতে হলে বা ল্যাপটপ নিতে হলে অবশ্য ব্যাগপ্যাক ছাড়া গতি নেই।


ABP Ananda


তবে ব্যাগপ্যাক নিতে হলে ভারতীয় পোশাক না পরাই ভাল। পরতে পারেন জিন্স, শার্ট, টপ বা টি শার্ট।



পার্টিতে যাওয়ার দরকার হলে বেছে নিতে পারেন ছোট ক্রসবডি ব্যাগ।