লিভারের অসুখ অনেক সময়ই মানুষ প্রথমে টের পান না।

Published by: ABP Ananda
Image Source: pexels

আর যখন গুরুতর লক্ষণগুলি প্রকট হয়, তখন সমস্যা অনেকটাই হাতের বাইরে বেরিয়ে যেতে পারে।

Image Source: pexels

বেশিরভাগ মানুষ জানতে পারেন না যে লিভারে সমস্যা হচ্ছে।

Image Source: pexels

তবে প্রাথমিক লক্ষণগুলো জানলে খুব খারাপ পরিণতি আটকানো যেতে পারে।

Image Source: pexels

রোগীর চোখ এবং ত্বক হলুদাভ দেখায়।

Image Source: pexels

ঘুমের চক্র ব্যাহত হতে পারে। স্বাভাবিকের থেকে বেশি ঘুম পাবে।

Image Source: pexels

লিভার ড্যামেজ হলে খিদে কমে যেতে পারে। কিছু খেতে ইচ্ছে না করতে পারে।

Image Source: pexels

যকৃতের ক্ষতি হলে বমি বমি ভাব বা বমি হতে পারে, বদহজম ছাড়াই।

Image Source: pexels

পেট ফুলে যায়। পেটে ব্যথা বা অস্বস্তিও হতে পারে।

Image Source: pexels

রক্ত বমি বা কালো মলও হতে পারে।

Image Source: pexels