ঘুম থেকে উঠে বেশ কিছু খাবার বা কাজের প্রভাব পড়তে পারে শরীরের উপর

Published by: ABP Ananda

খালি পেটে কফি খেতে ভাল লাগলেও এতে শরীরের অ্যাসিডের মাত্রা বেড়ে যায়

Published by: ABP Ananda

খালি পেটে পেনকিলারের মতো ওষুধ কখনই নয়, এতে গ্যাস্ট্রিক আলসারের আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

ঘুম থেকে উঠেই বেশি মাত্রায় শরীরচর্চা করলে দিনভর ক্লান্ত থাকার আশঙ্কা বেশি

Published by: ABP Ananda

লেবুর জল ডিটক্স করতে সাহায্য করলেই অনেকের ক্ষেত্রেই এতে অ্যাসিডিটির আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

কর্টিসল মাত্রা সকালের দিকে বেশি থাকে, তাই উদ্বেগ হলে সেটা আরও বেড়ে যায়, তাতে বাকি দিনের কাজের উপরও প্রভাব পড়ে

Published by: ABP Ananda

খালিপেটে অ্যালকোহল কখনই নয়, এতে টক্সিনের মাত্রা দ্রুত বেড়ে যায় এবং লিভারের উপর চাপ পড়ে

Published by: ABP Ananda

খালি পেটে স্যালাড খেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ঘুম থেকে উঠেই স্ক্রিনের দিকে তাকালে মানসিক চাপ বাড়ে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda