ল্যাপটপ বা ফোন বৃষ্টিতে ভিজলেই অনেকে অনেক ভুল কাজ করে ফেলেন, এর ফলে, খারাপ হয়ে যেতে পারে আপনার সাধের ইলেকট্রনিক ডিভাইজগুলি।
যদি বৃষ্টি বা অন্য কোনওভাবে আপনার ফোন বা ল্যাপটপ ভিজে যায়, তাহলে ভয় না পেয়ে এই কাজগুলি করুন
প্রথমেই ফোন বা ল্যাপটপটি স্যুইচ অফ করে ফেলুন। অন রাখবেন না একেবারেই।
ভিজে ফোন বা ল্যাপটপ কখনও চার্জে লাগাবেন না। এতে শট সার্কিট হয়ে খারাপ হয়ে যেতে পারে।
যদি ডিভাইজের ব্যাটারি খুলে ফেলা যায়, তাহলে সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। এটি জরুরি।
ভিজে ফোন বা ল্যাপটপ বেশি জোরে ঝাঁকাবেন না। এতে জল ভিতরে ঢুকে যেতে পারে।
ফোনের সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন ও সেগুলোকে আলাদাভাবে শুকিয়ে নিন
হেয়ার ড্রায়ার, মাইক্রোওয়েভ বা ওভেনে বসিয়ে ফোন বা ল্যাপটপ শুকোতে যাবেন না। এতে ফল হবে মারাত্মক।
ফোন বা ল্যাপটপটিতে সিলিকা জেলের প্যাকেটে রাখতে পারেন। এই জেল আর্দ্রতা তাড়াতাড়ি শুষে নেয়।
ফোন বা ল্যাপটপে খুব বেশি জল ঢুকে গেলে সার্ভিস সেন্টারে গিয়ে সাহায্য নিন।