সকালে উঠে লেবু আর মধু মিশিয়ে জল পান করলে ওজন কমে, এই ধারণা অনেকেরই রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: paxels

লেবুতে থাকা ন্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য এনজাইম শরীরকে ডিটক্স করে, মেটাবলিজম বাড়াতে সাহায্য করে

Image Source: paxels

কিন্তু ওজন কমানোর জন্য যে কেউ এই লেবু-মধু জল পান করলেই যে উপকার পাবেন, এমনটা না ও হতে পারে

Image Source: paxels

শরীরে কিছু কিছু সমস্যা থাকলে, লেবু-মধু জল উপকারের বদলে অপকারই করতে পারে।

Image Source: paxels

লেবু মধু জল ওজন কমাতে সহায়ক হলেও, অনেক সময়ে হজম সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে।

Image Source: paxels

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা যাঁদের রয়েছে, লেবু মধু জল পান করলে তাঁদের ক্ষেত্রে অ্যাসিডের সমস্যা বাড়বে।

Image Source: paxels

খালি পেটে এমনিই অ্যাসিড তৈরি হয়। তার ওপরে লেবুতে থাকা অ্যাসিড শরীরে বিক্রিয়া ঘটিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে।

Image Source: paxels

জলে লেবু ও মধু মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্য়া বাড়তে পারে।

Image Source: paxels

যাঁদের আলসারের সমস্যা রয়েছে, লেবুর মধ্যে থাকা অ্যাসিড সেই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।

Image Source: paxels

মধু শরীর গরম করে। ফলে অনেক সময়ে পেট গরমের মতো সমস্যাও দেখা দিতে পারে।

Image Source: paxels