ভোক্তা আদালত এ কীভাবে অভিযোগ দায়ের করবেন?

Published by: ABP Ananda
Image Source: pexels

প্রতি বছর ২৪ ডিসেম্বর জাতীয় উপভোক্তা অধিকার দিবস পালন করা হয়

Image Source: pexels

কীভাবে কনজিউমার কোর্টে অভিযোগ করতে হয়?

Image Source: pexels

যদি আপনি কোনো পণ্যের দাম বা তার গুণমান নিয়ে কোনও সমস্যা দেখেন

Image Source: pexels

আপনি তাহলে কনজিউমার কোর্টে অভিযোগ করতে পারেন

Image Source: pexels

ভোক্তা আদালত এ অভিযোগের জন্য আপনি টোল-ফ্রি নম্বর 1800-11-4000 অথবা 1915 এ অভিযোগ জানাতে পারেন

Image Source: pexels

এই টোল ফ্রি নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করতে পারেন

Image Source: pexels

আপনি সেখানে NCH অ্যাপে গিয়েও অভিযোগ নথিভুক্ত করতে পারেন

Image Source: pexels

এছাড়াও আপনি 8800001915 নম্বরে SMS করে অভিযোগ জানাতে পারেন

Image Source: pexels

এই নম্বরের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানাতে পারেন

Image Source: pexels