চুল পড়া রুখতে কোন চিরুনি কাজে দেবে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

চুলের যত্ন নিতে অনেকেই নানারকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করে থাকেন।

Image Source: Freepik

তবে জানেন কি আপনার চিরুনির জন্যও চুল পড়া বাড়তে পারে।

Image Source: Freepik

ফলে কোন ধরনের চিরুনি ব্যবহার করবেন তা নিয়ে সচেতন থাকতে হবে।

Image Source: Freepik

অনেকেই বলেন কাঠের চিরুনি চুলের জন্য সবথেকে ভাল।

Image Source: Freepik

অনেকেই বলেন কাঠের চিরুনি চুলের জন্য সবথেকে ভাল।

Image Source: Freepik

কাঠের চিরুনিতে স্থির তড়িৎ কম হওয়ায় চুল পড়া অনেকটাই কমে।

Image Source: Freepik

এতে মাথার স্ক্যাল্পের কোনো ক্ষতি হয় না।

Image Source: Freepik

কাঠের চিরুনি স্ক্যাল্পের শুষ্কতা দূর করে।

এমনকী রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik