বেশি বেগুন খেলে শরীরে হতে পারে নানারকম সমস্যা

খুবই উপকারী সবজি বেগুন

এই সবজি খেতে অনেকেই পছন্দ করেন

কিন্তু, কেউ কেউ আবার বেগুন খেতে পছন্দও করেন না

বিভিন্নভাবে বেগুনের ব্যবহার করা হয়

এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক, বেশি বেগুন খেলে কী সমস্যা হতে পারে

বেশি বেগুন খেলে কিছু মানুষের অ্যালার্জির সমস্যা হতে পারে

অ্যাসিডিটির সমস্যাও হতে পারে

বেগুনে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এই সবজি অত্যধিক খেলে কিডনিতে স্টোন হতে পারে

বেশি বেগুন খেলে পাইলসের সমস্যাও বাড়তে পারে