হাত-পায়ে হঠাৎ করে ঝিনঝিন ভাব? অবশ হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি?
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
হঠাৎ ঝিঁ ঝিঁ ধরে যায় হাত-পায়ে। অবশ হয়ে যায় হাত বা পা। এমন হয় আপনার?
Image Source: Pexels/Pixabay/Unsplash
কোথাও একটানা বসে থাকলে, বিশেষ করে চেয়ারে। অনেকসময় পায়ে ঝিঁ ঝিঁ ধরে যায়। অবশ হয়ে যায় পা
Image Source: Pexels/Pixabay/Unsplash
ঘুম থেকে উঠে বা অনেকসময় হাতে ভর দিয়ে বসলেও এমন ঝিঁ ঝিঁ ভাব হয়
Image Source: Pexels/Pixabay/Unsplash
এর অনেক কারণ থাকতে পারে। স্নায়ুজনিত সমস্যা হলে, ওজন বেশি হয়ে গেলে এমন হয়ে থাকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডায়াবেটিস থাকলে, কোলেস্টেরল বেশি থাকলে যেমন এমনটা হয়। ভিটামিনের অভাবেও এই সমস্যা হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
বিশেষজ্ঞদের মতে ভিটামিন বি-১২ এর ঘাটতি হলে হাত-পায়ে ঝিনঝিন হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিটামিন বি-৬ এর অভাবেও হাত-পায়ে ঝিঁ ঝিঁ হতে পারে। এটি শরীরে জমে না, প্রতিদিনের ডায়েট থেকে সংগ্রহ করতে হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
থিয়ামিন বা ভিটামিন বি ১- স্নায়ুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ঘাটতির কারণেও হাত-পায়ে ঝিনঝিন বা ঝিঁ ঝিঁ ভাব করতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিটামিন ই, ফলেটের ঘাটতি হলেও কারও হাত-পায়ে দ্রুত ঝিনঝিন ভাব শুরু হতে পারে। সহজেই পেশি দুর্বল হয়ে এমনটা হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।