যেসব অংশে পায়রা বসছে, সেখানে প্লাস্টিকের কাঁটা দেওয়া যায়, এতে পাখিদের আঘাত লাগবে না আবার ওরা বসার জায়গাও পাবে না

Published by: ABP Ananda

এসির উপরে, বারান্দার রেলিংয়ে অ্যালুমনিয়াম ফয়েল ব্যবহার করা যায়,

Published by: ABP Ananda

বারান্দায় উইন্ড চিম লাগালে আওয়াজে পায়রা সেখানে আসবে না

Published by: ABP Ananda

বারান্দা এবং জানলায় পায়রা বসলে সেই জায়টা পরিষ্কার করে রাখুন

Published by: ABP Ananda

পায়রার ঢোকা বন্ধ করতে জাল ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

পিপারমিন্ট তেল, জল, লঙ্কা গুঁড়ো বা ভিনিগার মিশ্রণ স্প্রে করে দিন জানলা এবং বারান্দায়, গন্ধে ওরা আসতে পারবে না

Published by: ABP Ananda

পায়রার উপদ্রব বন্ধ করতে চাইলে তাদের খাবার দেওয়াও বন্ধ করতে হবে

Published by: ABP Ananda

বারান্দা এবং জানলায় তেলতেলে ধরনের হলে সেখানে পায়রা বসার সুযোগ পাবে না

Published by: ABP Ananda

ওদের বসার বা থাকার মতো জায়গা করে দিলে তাতে আরও বেশি ওরা সেখানে এসে হাজির হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda