কেউ কেউ বাতের ব্যথা থেকে মুক্তি পেতে রসুনের ব্যবহার করেন। যাতে ফলও মেলে হাতে-নাতে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
বাতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই সপ্তাহে দু-একদিন গরম ভাতের সঙ্গে এক কোয়া করে রসুন খান। এতে উপকারও হয়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
রসুনের মধ্যে জ্বালা-যন্ত্রণা কমানোর ক্ষমতা রয়েছে। তাই প্রাচীনকাল থেকেই এর ব্যবহার করে আসছেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। (ছবি সৌজন্য- পিক্সাবে)
রসুনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। (ছবি সৌজন্য- পিক্সাবে)
রসুনের মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ রয়েছে যা ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। (ছবি সৌজন্য- পিক্সাবে)
বাতের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে রসুন তেল।(ছবি সৌজন্য- পিক্সাবে)
শরীরের সমস্ত পেশি ও জয়েন্টে যে স্টিফনেস বা শক্তভাব থাকে তা কমে রসুনের সৌজন্যে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করা ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
দোকান থেকে রসুন তেল না কিনে খুব সহজেই ব্যথা উপশমকারী এই তেল বাড়িতেও বানাতে পারেন। (ছবি সৌজন্য- পিক্সাবে)
ডিসক্লেমার : সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এই সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিক্সাবে)