হজমে সহায়ক এনজ়াইম নিঃসরণে সাহায্য করে ধনে ভেজানো জল, পেট ব্যথা ও পেট ফাঁপাও কমায়

Published by: ABP Ananda

তরমুজে প্রচুর জল থাকায় হাইড্রেট রাখে শরীর, সাহায্য করে হজমেও

Published by: ABP Ananda

শরীরের প্রয়োজনীয় ব্যাক্টেরিয়া থাকে বাটারমিল্কে, যা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী

Published by: ABP Ananda

জলের সঙ্গে মিশিয়ে অ্যাপল সিডার ভিনিগার খেলে পেটের আরাম হয়

Published by: ABP Ananda

কম্বুচায় রয়েছে শরীরের উপকারী ব্যাক্টেরিয়া, যা পেটের স্বাস্থ্যের খেয়াল রাখে

Published by: ABP Ananda

আদা চা হজমে সহায়ক, পেট ফাঁপার আশঙ্কা কমায়

Published by: ABP Ananda

বিটের রসে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা প্রদাহ দূর করতে পারে এবং হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

ফার্মেনটেড দুগ্ধজাত পানীয় হল কেফির, বায়ো অ্যাক্টিভেট পেপটাইড এবং অর্গ্যানিক অ্যাসিড থাকায় পেটের স্বাস্থ্য ঠিক থাকে

Published by: ABP Ananda

হলুদের দুধ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda