ত্বকের একাধিক সমস্যার পাশাপাশি, ব্রণর সমস্যাতেও ভোগেন অনেকে

Published by: ABP Ananda

বিশেষত তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা বেশি, চটজলদি ঘরোয়া পদ্ধতিতেই যার সমাধান সম্ভব

Published by: ABP Ananda

যেখানে ব্রণ হয়েছে সেখানে বরফ দিতে হবে ৫ মিনিট, দিনভর গরম কিছু দিয়ে কমপ্রেস করতে হবে

Published by: ABP Ananda

অ্যাসপিরিনের মতো ট্যাবলেট অল্প জলে গুলে, ব্রণর উপর লাগিয়ে দেওয়া যায়

Published by: ABP Ananda

স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজয়াইল পারক্সাইড যুক্ত ক্রিম ব্রণর উপর ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

টি-ট্রি ওয়েল ব্যবহার করা যায়, এতে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং প্রদাহ বিরোধী উপাদান

Published by: ABP Ananda

তবে কোনওভাবেই ব্রণর চাপবেন না

Published by: ABP Ananda

কোনওভাবে স্ক্রাবার ব্যবহার করা যাবে না, করতে হবে হালকা ক্লিনজ়ার

Published by: ABP Ananda

ব্রণর উপর মধু এবং অ্যালোভেরার পেস্ট মিশিয়ে লাগিয়ে নিন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda