চোখ দিয়ে মাঝে মাঝেই জল পড়ে আপনার?
চোখের জল পর্যাপ্ত তৈর না হলে, চোখ শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রেও জল তৈরি হয়
অ্য়ালার্জি হলে তার জন্য চোখের সমস্যা দেখা দিতে পারে
কংজাংটিভাইটিস হলে চোখ দিয়ে জল পড়তে থাকে টানা
হঠাৎ চোখে কিছু ঢুকে গেলে, চোখ কচলালে চোখ লাল হয়ে জল পড়ে
সাইনাসের সমস্য়া থাকলে চোখ ও নাক দিয়ে জল পড়ে
চোখের জল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় জল পড়তে পারে
অনেকের ঠাণ্ডা লাগলে চোখ দিয়ে জল পড়ে