মোবাইল বেশি ব্যবহার করলে মস্তিষ্কের ওপর প্রভাব পরে

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকের ডিজিটাল জীবনে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Image Source: pexels

সামাজিক মাধ্যম গেমস, রিল ও চ্যাটিংয়ে ঘণ্টা যায়, আর অনেক সময় মানুষ রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করে।

Image Source: pexels

মোবাইলের নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিন কম করে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।

Image Source: pexels

এর ফলে রাতেও মস্তিষ্কে দিনের মতো সিগনাল যায়, যে কারণে ঘুমের চক্রে ব্যাঘাত ঘটে।

Image Source: pexels

সারাক্ষণ ধরে স্ক্রিন দেখার কারণে ঘুম আসতে সমস্যা হয়

Image Source: pexels

এছাড়াও, ঘুম না হলে স্মৃতিশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়।

Image Source: pexels

একই সঙ্গে সোশ্যাল মিডিয়া ও নোটিফিকেশনগুলির কারণে মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে, যার ফলে বিশ্রাম পাওয়া যায় না।

Image Source: pexels

মোবাইল বেশি ব্যবহার করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে পরের দিন এনার্জি কমে যায় শরীরে।

Image Source: pexels