সন্তানধারণের পরিকল্পনা করছেন? পিরিয়ডস বা ঋতুস্রাবের হিসেব রেখে চলছেন কী? কেন এত জরুরি এই হিসেব?

Published by: ABP Ananda
Image Source: pexels

সারা মাসে, মেয়েদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা একরকম থাকে না। শরীরে বিভিন্ন হরমোনের প্রভাবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম বা বেশি হয়।

Image Source: pexels

মেয়েদের মাসিক চক্র সাধারণত ২৮ দিনের হয়, এর মধ্যে কবে মিলন করলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

Image Source: pexels

গর্ভধারণের জন্য যেমন জরুরি পুরুষদেহের টেস্টোস্টেরন, তেমনই মহিলাদের শরীরেও ডিম্বাণু তৈরি হওয়া জরুরি।

Image Source: pexels

প্রতি মাসে, সাধারণত ঋতুস্রাবের ১৪ দিন আগে ডিম্বাণু পরিণত হয় অর্থাৎ গর্ভধারণের উপযুক্ত হয়।

Image Source: pexels

কারও কারও ক্ষেত্রে সময়ের একটু এদিক ওদিক হলেও, সাধারণত ঋতুস্রাবের ১২ থেকে ১৬-র মধ্যে ডিম্বাণু পরিণত হয়।

Image Source: pexels

চিকিৎসকেরা বলছেন, ঋতুস্রাব শেষ হওয়ার ৮ থেকে ১০ দিন পরের সময়টা গর্ভধারণের জন্য সবচেয়ে আদর্শ

Image Source: pexels

গর্ভবতী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ডিম্বাণু পরিণত হওয়ার ২-৩ দিন আগে।

Image Source: pexels

শুক্রাণু মহিলাদের শরীরে ৩ থেকে ৫দিন পর্যন্ত জীবিত থাকতে পারে।

Image Source: pexels

ঋতুস্রাবের ঠিক পরেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম থাকে, তবে একেবারে শূন্য নয়।

Image Source: pexels