সন্তানধারণের পরিকল্পনা করছেন? পিরিয়ডস বা ঋতুস্রাবের হিসেব রেখে চলছেন কী? কেন এত জরুরি এই হিসেব?
সারা মাসে, মেয়েদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা একরকম থাকে না। শরীরে বিভিন্ন হরমোনের প্রভাবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম বা বেশি হয়।
মেয়েদের মাসিক চক্র সাধারণত ২৮ দিনের হয়, এর মধ্যে কবে মিলন করলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
গর্ভধারণের জন্য যেমন জরুরি পুরুষদেহের টেস্টোস্টেরন, তেমনই মহিলাদের শরীরেও ডিম্বাণু তৈরি হওয়া জরুরি।
প্রতি মাসে, সাধারণত ঋতুস্রাবের ১৪ দিন আগে ডিম্বাণু পরিণত হয় অর্থাৎ গর্ভধারণের উপযুক্ত হয়।
কারও কারও ক্ষেত্রে সময়ের একটু এদিক ওদিক হলেও, সাধারণত ঋতুস্রাবের ১২ থেকে ১৬-র মধ্যে ডিম্বাণু পরিণত হয়।
চিকিৎসকেরা বলছেন, ঋতুস্রাব শেষ হওয়ার ৮ থেকে ১০ দিন পরের সময়টা গর্ভধারণের জন্য সবচেয়ে আদর্শ
গর্ভবতী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ডিম্বাণু পরিণত হওয়ার ২-৩ দিন আগে।
শুক্রাণু মহিলাদের শরীরে ৩ থেকে ৫দিন পর্যন্ত জীবিত থাকতে পারে।
ঋতুস্রাবের ঠিক পরেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম থাকে, তবে একেবারে শূন্য নয়।