বাতাসে শিরশিরানি শুরু হয়েছে। আবহাওয়ায় শীতের আমেজ। আর এই সময়েই সবচেয়ে বেশি শরীর খারাপ হয় প্রায় সব বয়সীদের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সর্দি, কাশি, কফের সমস্যায় ভুগতে পারেন আপনি। নাক-কান-গলা বন্ধ হয়ে থাকতে পারে। ব্যথা হতে পারে মাথায় এবং ঘাড়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কিছু সহজ নিয়ম মেনে চললে শীতের মরশুমেও সর্দি-কাশি, কফের সমস্যা থেকে দূরে থাকবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কী কী করলে, এই শীতে সুস্থ থাকবেন আপনি, জ্বর-জ্বালায় কাবু হবেন না, জেনে নিন বিশদে। মেনে চলতে হবে সহজ কিছু নিয়ম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ গরম জল খেতে হবে। এর ফলে নাক-কান-গলা পরিষ্কার থাকবে। বুকে জমা কফ দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে সরাসরি মেঝেতে পা দেবেন না। চটি পরে নিন। না পারলে অন্তত পাপোশে পা দেওয়ার চেষ্টা করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে হাল্কা গরম জলে পাতিলেবুর রস আর মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয়ের গুণ অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত মধু খাওয়ার অভ্যাস থাকলে সহজে সর্দি লাগবে না। কফ বুকে জমে কষ্ট পাবেন না আপনি। কাশির সমস্যা থেকেও রেহাই পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে মুখ ধোওয়ার সময় গরম জল ব্যবহার করুন অতি অবশ্যই। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্নান না করাই শ্রেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels