মার্বেলের মেঝে
দেখতে ভাল লাগে


কিন্তু পরিষ্কার করা
বেশ ঝক্কির ব্যাপার


এক্ষেত্রে কিছু জিনিস
একেবারে এড়িয়ে চলুন


ক্যালসিয়াম কার্বনেট
থাকে মার্বেলে


ফলে অ্যাসিডযুক্ত
কিছু ব্যবহার না করাই ভাল


ব্লিচ, অ্যামোনিয়া
মোটে ব্যবহার করবেন না


এতে ঔজ্জ্বল্য হারাবে মেঝে,
বিষাক্ত গ্যাসও ছড়াতে পারে


মার্বেলের মেঝে গায়ের
জোরে ঘষবেন না


খরখরে, শক্ত কিছু দিয়ে
না ঘষাই ভাল


রাসায়নিক যুক্ত টাইল
ক্লিনার এড়িয়ে চলুন


অতিরিক্ত জল ব্যবহারে
রং পাল্টে যেতে পারে


কিছু পড়ে গেলে
সঙ্গে সঙ্গে মুছে নিন


এব্য়াপারে বিশেষজ্ঞদের
পরামর্শ নিতে পারেন