লাগাতার নিম্নচাপ, বৃষ্টিতে কার্যত নাজেহাল শহর থেকে জেলা। বৃষ্টির মরসুমে একাধিক সমস্যার সম্মুখীন হন অনেকেই।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে বৃষ্টিতে অনেকেরই বেশি ঘাম হয়। এই সমস্যায় কেন ভোগেন সাধারণ মানুষ?

Image Source: pexels

একদিকে যেমন রয়েছে বৃষ্টিতে ভিজে যাওয়া, অন্যদিকে তেমনই রয়েছে ঘামের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Image Source: pexels

বর্ষাকালে কেন বেশি ঘাম হওয়ার মতো সমস্যায় পড়েন সাধারণ মানুষ? জেনে নেওয়া যাক।

Image Source: pexels

আসলে বর্ষাকালে বারে বারে তাপমাত্রার পরিবর্তন হয়। কখনও খুব উষ্ণ তাপমাত্রা, আবার বৃষ্টি হলেও তাপমাত্রা কমে যায়।

Image Source: pexels

আর এই তাপমাত্রা ওঠানামার কারণে শরীর সহজে বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে না।

Image Source: pexels

বৃষ্টির দিকে আবহাওয়া যখন খুব বেশি গরম হয়ে ওঠে, তখন ঘাম হয়।

Image Source: pexels

বাতাসে আর্দ্রতার কারণে ঘাম বেশি হয়, তবে এসে শরীর ঠাণ্ডা থাকে।

Image Source: pexels

তবে কোনও ব্যক্তি যদি মনে করেন তাঁর অতিরিক্ত ঘাম হচ্ছে, তবে চিকিৎসকের কাছে যান।

Image Source: pexels

অতিরিক্ত ঘাম উপেক্ষা করলে তা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Image Source: pexels