চুলে তেল ব্যবহার করলে আপনার চুলের গঠন মজবুত হবে।



চুলে তেলের ব্যবহার সঠিক পরিমাণে পুষ্টি জোগাবে। তার ফলে দূর হবে চুলের যাবতীয় সমস্যা।



চুলে এবং স্ক্যাল্পে নিয়ম করে তেল মালিশ করলে আপনার চুলে গোড়া মজবুত হবে।



চুলের গোড়া মজবুত থাকলে তা আলগা হবে না সহজে এবং চুল পড়ার সমস্যাও কমবে।



অয়েল ম্যাসাজের অভ্যাস থাকলে আপনার স্ক্যাল্পেও সঠিক পরিমাণে পুষ্টি পৌঁছবে।



চুল পড়ার সমস্যা কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে মাথার তালুতে তেল মালিশের অভ্যাস।



চুলে এবং স্ক্যাল্পে নিয়মিত তেল ব্যবহার করলে রুক্ষ-শুষ্ক ভাব দূর হবে। চুলের জেল্লা বাড়বে।



অনেক সমস্য স্ট্রেস কমাতেও কাজে লাগে চুলে বিশেষ করে স্ক্যাল্পে হাল্কা গরম তেল মালিশের অভ্যাস।



সারাদিন প্রচুর পরিশ্রম হলে রাতে ঘুমনোর আগে হাল্কা গরম তেল স্ক্যাল্প এবং চুলে ম্যাসাজ করে নিলে ভাল ঘুম হবে। রিল্যাক্স থাকবেন আপনি।



নিয়মিত অয়েল ম্যাসাজের অভ্যাস চুল সঠিক ভাবে লম্বায় বৃদ্ধি হতে সাহায্য করে। চুল মজবুত এবং চকচকে হয়। চুল পড়ার সমস্যাও কমে।