শীতকালে ত্বকের পরিচর্যায়
অলিভ অয়েল ছাড়া চলে না


কিন্তু গ্রীষ্মকালে অলিভ অয়েল
মাখা কি আদৌ উচিত?


অত্যধিক গরমে অলিভ অয়েলে
ক্ষতিকর উপাদান তৈরি হয়


সেই Acrolein, Acrylamide
ত্বকের ক্ষতি করে


অত্যধিক তাপমাত্রায়
পুষ্টিগুণ কমে যায়


অ্যান্টি অক্সিড্যান্টের
মাত্রাও কমে যায়


অন্য তেলের মতো অলিভ অয়েল
গরম করলে তেমন ধোঁয়া ওঠে না


বরং গরমে ক্ষতিকর
উপাদান নির্গত হয় অলিভ অয়েলে


তবে মানুষ বিশেষে
ত্বকের ধরনও আলাদা হয়


এক্ষেত্রে বিশেষজ্ঞের
পরামর্শ নেওয়া জরুরি