স্নান, শৌচকর্মের মতো বাথরুমেই কি দাঁত মাজেন? তা মাজতেই পারেন, কিন্তু টুথব্রাশ বাথরুমে রাখবেন না যেন বাথরুমে টুথব্রাশ রাখলে ব্যাকটিরিয়া-ছত্রাক বাসা বাঁধে বাথরুম ভিজে থাকে এমনিতে, তাপমাত্রাও বেশি থাকে তুলনায় ওই পরিবেশে টুথব্রাশের উপর ব্যাকটিরিয়া-ছত্রাক জন্মায় কমোডে ফ্লাশ চালালে তা থেকে ছড়ায় প্যাথোজেন তাই বাথরুমে রাখা টুথব্রাশ ব্যবহারে সংক্রমণ ছড়াতে পারে বাথরুম স্যাঁতস্যাঁতে হয় বলে ব্যাকটিরিয়া-ছত্রাকের বিস্তার ঘটে তাই বাথরুমের বাইরে, পরিচ্ছন্ন, শুকনো জায়গায় রাখুন টুথব্রাশ তিন-চার মাস অন্তর বদলান টুথব্রাশ, ব্যবহারের পর ধুয়ে নিন ভাল করে