লং ড্রাইভে যাওয়ার আগে নজর রাখুন গাড়ির টায়ারে। চেক করুন স্টেপনিও। গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরুন। প্রান্তিক এলাকায় হঠাৎ করে ফুয়েল পাম্প নাও পেতে পারেন। সব সময়ের জন্য নজর রাখতে হবে স্পিডোমিটারে। ফাঁকা রাস্তাতেও যেন গাড়ির গতি যেন মাত্রা না ছাড়ায়। হাইওয়েতে লেন মানতেই হবে। খুব জরুরি না হলে হঠাৎ করে লেন বদল করা যাবে না। ওভারটেক করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। উল্টোদিক থেকে আসা গাড়ি দেখে ওভারটেক করুন। সিগন্যাল মানতে হবে তার সঙ্গেই লেন বদল করার সময়েও সিগন্যাল দিতে হবে। মাঝে বিশ্রাম নিন। লং ড্রাইভের অভ্যাস না থাকলে টানা গাড়ি না চালানোই ভাল। বেরনোর আগে ভাল করে ঘুমনো প্রয়োজন। ক্লান্ত শরীরে লং ড্রাইভ একেবারেই নয়। গাড়িতে জল রাখুন, রাখতে হবে ফার্স্ট এইড কিটও। রাস্তায় গাড়ি খারাপ হতেই পারে। মাথা ঠান্ডা রাখুন। হেল্পলাইন নম্বর যেন সবসময় সঙ্গে থাকে।