একগুচ্ছ রেকর্ড গড়ে কেরিয়ার শেষ করলেন ঝুলন

মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে একমাত্র বোলার হিসাবে ২৫০ উইকেট নিয়েছেন ঝুলন

সর্বকালের সর্বাধিক উইকেটশিকরী মহিলা ক্রিকেটারও তিনি

৫০ ওভারের বিশ্বকাপে সর্বাধিক ৪৩টি উইকেট নিয়েছেন ঝুলন

মহিলাদের ওয়ান ডেতে ঝুলনই একমাত্র ক্রিকেটার যিনি ১০ হাজার বল করেছেন

ওয়ান ডেতে সর্বাধিক ২৬৫টি মেডেন ওভার করার রেকর্ডও ঝুলনের দখলে

কণিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে এক টেস্ট ১০ উইকেট নিয়েছেন ঝুলন

ভারতের সবকয়টি এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন ঝুলন

আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলনের থেকে মাত্র একজনই বেশিদিন ক্রিকেট খেলেছেন

গত দশকের সেরা ওয়ান ডে একাদশের অন্যতম সদস্য ঝুলন