মাঠে তাঁর পরিচয় 'ক্যাপ্টেন কুল',

মাঠে তাঁর পরিচয় 'ক্যাপ্টেন কুল', বাস্তবেও মাথা ঠান্ডা রাখায় বিশ্বাসী

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

মহেন্দ্র সিংহ ধোনি এবং সাক্ষী ধোনি,

মহেন্দ্র সিংহ ধোনি এবং সাক্ষী ধোনি, তারকা দম্পতির তালিকায় বারবরই উপরে

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

একছাদের নিচে পরস্পরের সঙ্গে

একছাদের নিচে পরস্পরের সঙ্গে নয় নয় করে দুই দশক কাটিয়ে দিলেন

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

অথচ প্রেম আজও অটুট,

অথচ প্রেম আজও অটুট, মেয়ে জিভাকে নিয়ে সুখের সংসার তাঁদের

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

কিন্তু ঘরণীকে নিয়ে গোপন কথা

কিন্তু ঘরণীকে নিয়ে গোপন কথা খোলসা করলেন ধোনি

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

জানালেন, কখনও প্রপোজই করেননি,

জানালেন, কখনও প্রপোজই করেননি, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

ছোটবেলায় এক স্কুলে পড়তেন,

ছোটবেলায় এক স্কুলে পড়তেন, পারিবারিক বন্ধুও ছিলেন দু'জনে

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

মাঝে যোগাযোগ ছিল না অনেক বছর,

মাঝে যোগাযোগ ছিল না অনেক বছর, তারকা ধোনির সঙ্গে ফের যোগাযোগ

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

কলকাতার তাজ বেঙ্গল হোটেলে

কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্টার্নশিপ করছিলেন সাক্ষী

Image Source: সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

তাঁর ব্যবহারে মুগ্ধ হন ধোনি,

তাঁর ব্যবহারে মুগ্ধ হন ধোনি, তাই দেরি না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন