সুন্দরী অভিনেত্রী, সুদর্শন মডেল, একেবারে রাজযোটক কিন্তু হল সম্পূর্ণ উল্টো, বিবাহবিচ্ছেদের পথে রাজীব সেন, চারু অসোপা স্ত্রী প্রথম বিয়ের কথা লুকিয়েছিলেন, দাবি রাজীবের অভিযোগ অস্বীকার চারুর, সব জানিয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর রাজীব তাঁকে সময় দিতেন না, পাল্টা অভিযোগ চারুর আটমাস হল তাঁদের মেয়ে জিয়ানা জন্ম নিয়েছে তার মধ্যেই সম্পর্কে দাম্পত্যে পড়তে চলেছে রাজীব-চারুর তিন বছর আগে ঢাকঢোল ঢাকঢোল পিটিয়ে বিয়ে রাজীব-চারুর প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ, তার পর রীতি মেনে বিয়ে হাজির ছিলেন সুস্মিতা সেন-সহ দুই জনের গোটা পরিবার