আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে নতুন স্করপিও।কোম্পানির দাবি, এসইউভির বিভাগে সবথেকে বড় গাড়ি হতে চলেছে ২০২২ সালের মহিন্দ্রা স্করপিও।

নতুন Scorpio N-কে দেশের বাজারে সবথেকে বড় গাড়ি বলে দাবি করছে মহিন্দ্রা। নতুন Scorpio N বর্তমান স্করপিওর থেকে বেশি দীর্ঘ ও চওড়া।

যার সঙ্গে পাবেন 2,750 এমএম-এর লম্বা হুইলবেস। এই বড় হুইলবেসের কারণে গাড়ির ভিতরের জায়গা আরও বড় হয়ে ওঠে।

নতুন স্করপিও N এর দৈর্ঘ্য 4,662 এমএম। যার অর্থ, এটি অন্যান্য 7 টি আসনের তিন সারির SUV-র থেকে অনেকটাই বড়।

প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনা করা হলে, নতুন স্করপিও এন তার বিভাগে অনেকটাই এগিয়ে থাকবে। প্রকৃতপক্ষে প্লাস 4 মিটারের এসইউভির দিকে তাকালে এটি অনেকটাই বড়।

1917 এমএম প্রস্থের বর্তমান স্করপিওর থেকে এটি 100 এমএম চওড়া।

নতুন Scorpio N একটি 2.0l টার্বো পেট্রোল ও একটি 2.2l ডিজেল নিয়ে আসবে। যার মধ্যে 6-স্পিড অটোমেটিক অথবা 6-স্পিড ম্যানুয়াল থাকবে।

একবার কেবিনের ডিজাইন দেখলেই নতুন XUV700-এর কথা মনে পড়ে যাবে আপনার। নতুন স্টিয়ারিং হুইলে XUV700-এর মতো মহিন্দ্রা লোগো দেওয়া হয়েছে।

এখানে একটি বড় নতুন টাচ স্ক্রিন রয়েছে, যার পাশে এসি ভেন্ট ছাড়াও পাবেন এয়ারকন কন্ট্রোল।

নতুন Scorpio N-এ একটি ঐতিহ্যবাহী অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যার মাঝখানে একটি বিশাল ডিসপ্লে থাকবে।