সবরকমের পোশাকেই যে একইরকম স্বচ্ছ্বন্দ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা, তা ফের প্রমাণ করে দিলেন সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে সাদা শাড়ি পরেছিলেন তিনি, আর তাতেই তাঁর দিক থেকে চোখ সরাতে পারলেন না নেটিজেনরা সম্প্রতি কোনও একটি অনুষ্ঠানে যোগ দিতে শাড়ি পরেছিলেন মালাইকা, তাঁকে দেখা যায় সাদা রঙের ডিজাইনার শাড়িতে সাদা শাড়ি ও সাদা ব্লাউজ, তার সঙ্গে মানানসই গয়নায় অভিনেত্রী হয়ে উঠেছিলেন মোহময়ী কমেন্ট বক্সে চোখ রাখলে তেমনই মন্তব্য নজর কাড়ছে, কোনও অনুরাগী কমেন্টে লিখেছেন, 'শাড়িতে অসাধারণ লাগছে।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'গর্জাস মালাইকা', মালাইকা অরোরার হাতে ছিল রুপোলি রঙের ছোট একটি ব্যাগ নজর কাড়ছিল তাঁর হেয়ার স্টাইল এবং কানের দুলও, যেন বিপরীত মেরুর সাজে নেটিজেনদের চোখ কপালে তুললেন অভিনেত্রী পোশাক নিয়ে নানা সময়ই ট্রোলের মুখে পড়তে হয়েছে মালাইকা অরোরাকে কখনও বডিকন ড্রেসে তো কখনও খোলামেলা পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তাঁর সাম্প্রতিক ছবি যেন সেই 'মু তোড় জবাব'ই দিল ট্রোলারদের, শাড়ির ছবি মালাইকা অরোরা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও দিয়েছেন